মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। এখন আমন মৌসুম চলছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুুুদ লালচে সোনালী ধান খেত। যতো দূর চোখ যায়, কেবল হলুুুদ লালচে সোনালী আর হলুুুদ লালচে সোনালী। এমন অপরুপ দৃশ্য দেখে সবাই মুগ্ধ। আর কেয়েক দিনের মধ্যে পুরো পুরি ভাবে পাকা ধান কাটা শুরু হবে। গোলায় উঠাবে নতুন ফসল।
এবার আমনের নতুন ধান ১০৩বি ধান গবেষণায় বোপনা করা হয়। গত ১২ই নভেম্বর ২০২৪ইং সেই বি ১০৩ধান কর্তন করা হয়। কর্তনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান, কৃষক সহ আরো অনেকে।
বি ১০৩ধান কৃষি গবেষণায় উৎপাদন হার ৫.৮ টন, হেক্টর প্রতি প্রায়, প্রতি ৩৩শতাংশে প্রায় ২০মন। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকালে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক ও সেচ দিলে ভালো ফলন হয়। আর লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।