কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার যৌথ অভিযান: দুই মাদক ব্যবসায়ী আটক


হাসনাত রাব্বু

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন আল্লাহর দরগা এলাকায় মাদকদ্রব্যের উপস্থিতির খবর পাওয়ার পর, গত ৭ নভেম্বর ২০২৪ রাত ১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিএমসি) কুষ্টিয়ার সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়।

এই অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী—মোঃ সাইদুর রহমান ও মোসাম্মৎ রহিমা বেগমকে আটক করা হয়। এছাড়াও অভিযানে আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পাঁচটি স্মার্টফোন এবং তিনটি বাটন ফোন রয়েছে। আটককৃতদের পরবর্তীতে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোয়েন্দা সূত্রে আল্লাহর দরগা এলাকায় মাদকদ্রব্যের উপস্থিতির খবর পাওয়ার পরই এই যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার এই কার্যক্রম এলাকায় মাদক নির্মূলের প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply