দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, পায়রা নদীতে মা ইলিশ শিকারের দায়ে প্রায় ৯ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাজ জব্দ করেছে উপজেলা মৎস অফিস। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর দিক নির্দেশনায় এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন দুমকী থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে দুমকী উপজেলার পায়রা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা । এমন খবরে বুধবার সকাল থেকে পায়রা নদীতে পাতাবুনিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মীরা। এ সময় নদীতে ইলিশ শিকারে ব্যবহৃত আনুমানিক ৯ হাজার মিটার জাল এবং প্রায় ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।