ভোলার দৌলতখানে ডালিমসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাংবাদিকদেরও মিথ্যা মামলায় ঢুকিয়ে দিচ্ছেন ও অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে যারা তারা দখলও করে নিচ্ছেন অনেকের দোকানপাট ব্যবসা-বাণিজ্য।

অনুসন্ধানে জানা যায় দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি শাহীসরোয়ার ডালিমকে দুইটি মিথ্যা মামলায় জড়ানো হয়। ওই দুইটি মামলার ব্যাপারে শাহীসরোয়ার ডালিম কিছুই জানেনা, কিন্তু তাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অনুরোধ করছি।

পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং হয়রানি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সাংবাদিক ইউনিয়নসহ অনেক সাংবাদিক সংগঠন।

স্মারকলিপিতে বলা হয়েছে, দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে। এতে স্বার্থান্বেষী মহলের হীনস্বার্থ চরিতার্থ করতে সুকৌশলে পেশাদার সাংবাদিকদের নামও আসামির তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

একই ধারাবাহিকতায় ভোলার দৌলতখান থানায় কয়েকটি মামলা হয় এরমধ্যে দুটি মামলার তালিকায় শাহীসরোয়ার ডালিম সহ কয়েকজন সাংবাদিকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, এসব মামলার কোনোটিতেই কোনো সাংবাদিকের বিরূদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।

এসব ক্ষেত্রে সাংবাদিকদের মামলায় আসামি করার বিষয়টি অনেক বাদী নিজেও জানেন না এবং আসামিদেরও চেনেন না। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে একের পর এক মিথ্যা অভিযোগে মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

ভুক্তভোগী ভোলার সাংবাদিক শাহীসরোয়ার ডালিমসহ সাংদিকদের দাবি চলমান পরিস্থিতিতে এসব মামলার সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের মিথ্যা অভিযোগ ও হয়রানি থেকে রেহাই দিতে এবং নতুন করে কোনো মিথ্যা ও হয়রানিমূলক মামলায় পেশাদার সাংবাদিকদের নাম জড়িয়ে দিতে না পারে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ধরনের অপকর্মে জড়িত সুযোগসন্ধানী মহলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান সাংবাদিক বৃন্দ।

Leave a Reply