গোলাম রাব্বানী রূপসা পতিনিধি
দিঘলিয়া থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রূপসার ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ কে গ্রেফতার করেছে পুলিশ। যার মামলা নং-৩,তাং-৪/৯/২৪।
সে টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জেলা ডিবি পুলিশ ও দিঘলিয়া থানা পুলিশ যৌথ অভিযানে আজ ৭অক্টোবর রূপসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
দিঘলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে পুলিশ জানায়।
দলীয় নেতা কর্মীরা জানান, চেয়ারম্যান জাহাঙ্গীর ২০১৪ সালের পর আওয়ামীলীগের প্রয়াত সাবেক এমপি এস এম মোস্তফা রশিদী সুজার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদান করেই ভাগিয়ে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান।
উড়ে এসে জুড়ে বসেই দলীয় নেতা কর্মীদের তিনি করেছেন লাঞ্চিত। করেছেন অপমানিত। তার হাতে লাঞ্ছিত হয়নি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এমন নেতা কর্মী নাই বললেই চলে। অপমানের ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতেন না।
তার হাত থেকে রেহাই পায়নি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।
এছাড়া মামলা হামলা দিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের এলাকা ছাড়া করতেন। ইউনিয়ন পরিষদের শালীস বিচার নিজের বাড়িতে বসে করতেন এবং সেখানেই বসে রফদফা করতেন।
দীর্ঘদিন যাবত তিনি যা খুশি তাই করেছেন। তার কোন কাজে কেউ প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ করলেই তাকে মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করতেন। তার গ্রেপ্তারের খবর শুনে এলাকায় আনন্দ বিরাজ করছে।