অসহায়ের পাশে দাঁড়িয়েছেন বড়বাড়ি দরিদ্র তহবিল

সামছুদ্দিন জুয়েল :-

গতকাল ২৭শে মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর গাছা বড়োবাড়ি মসজিদের পিছনে ১২টি ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। তাদের মাঝে আজ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় অনুদান তুলে দেন বড়বাড়ি দরিদ্র তহবিল।

বাড়ির ভাড়াটিয়ারা জানান তারা সবাই কর্মজীবী কর্মস্থানে থাকায় কোন হতাহত হয় নাই, বাসায় যারা ছিলেন তারা আগুন দেখে দ্রুত বেরিয়ে যান। আরও জানান চোখের সামনেই সবার ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের কোন মালামাল রক্ষা করতে পারিনাই। যেমন আসবাবপত্র, খাট, ফার্নিচার, ঈদের মার্কেট, নতুন কাপড়-চোপড়, সারা বছরের রোজগার করা টাকা পয়সা সহ বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এতে অসহায় হয়ে পড়েন পরিবারগুলো।

তাদের পাশে দাঁড়িয়েছেন মানবতার কল্যাণে কাজ করা সংগঠন, বড় বাড়ি দরিদ্র তবিল, নগদ টাকা অনুদান প্রদান করেন, তহবিলের চেয়ারম্যান প্রফেসর আব্দুল সালাম,
দাতা সদস্য ইউসুফ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আউয়াল সরকার, আরও উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল সরকার, আরও ছিলেন বড়বাড়ি দরিদ্র তহবিল সংগঠনের দাতা সদস্য
মোশাররফ হোসেন চন্দন, মাহাবুব সরকার সহ সদস্য ও এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫,০০০ টাকা করে অনুদান দেন। সংগঠনের চেয়ারম্যানের বক্তব্যে বলেন এই সংগঠন মানবতার কল্যাণে অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো, আমাদের সাধ্যমত আমরা সহযোগিতা করে যাব, মানবতার কল্যাণে কাজ করে দৃষ্টান্ত করে রাখলেন বড় বাড়ি দরিদ্র তহবিল।

এ সময় আউয়াল সরকার বলেন এ সংগঠনটি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এরকম সংগঠন প্রত্যেকটি এলাকা ও মহল্লায় থাকলে সাধারণ মানুষের কষ্ট মুছে যাবে। আমরা আপনাদের পাশে আছি। এ সময় রুবেল সরকার বলেন আমিও এ সংগঠনের পাশে আছি এবং থাকবো, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় এ সংগঠন। মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে জনগণের সমস্যা দ্রুত গোছাবে।

Leave a Reply