নিজস্ব প্রতিবেদক!
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলামিন এর
বিরুদ্ধে ১ অক্টোবর মঙ্গলবার বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইনে চাঁদাবাজির সংবাদ প্রকাশ হওয়াই গাত্রদাহ শুরু মুটো ফোনে সাংবাদিক আল আমিন সরদারকে হত্যার হুমকি।
উল্লেখ্য থাকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন পাটকেলঘাটা বাজারের এক মোটরসাইকেল গ্যারেজ মালিকের কাছে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দল থেকে বহিষ্কার হন।
বহিষ্কার হওয়ার পর ও থেমে থাকেনি তার অপকর্ম একের পর সংখ্যালঘু ব্যাক্তীর বাড়ীতে প্রবেশ করে হত্যার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে।
নির্ধারিত চাঁদার টাকা না দিতে পারলে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারকে ভারতে তাড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।
পরিবারটি নিরুপায় হয়ে তাকে চাঁদার টাকা দিতে বাদ্য হয়। স্থানীয় বিএনপি দলীয় সমর্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর বহিষ্কৃত ছাত্রদলের সাবেক সংগঠনিক ও সম্পাদক আলামিনের বিরুদ্ধে বালুমহল থেকে শুরু করে,বাসস্ট্যান্ড, হাট-বাজার ঘাট, দখল করে চাঁদাবাজি অভিযোগ উঠেছে।
কুমিরা মাছ বাজার,সবজি বাজার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, সংখ্যালঘু পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট-হামলা, জমি দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। নিজস্ব বাহিনী গড়ে তুলে এলাকায় সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন।
আমরা সবাই চাই চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহীনীর প্রধান আলামিন হোসেনকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একাধিকবার অভিযুক্ত বাক্তীর মুটোফনে যোগাযোগ করার চেষ্টা করেও তার ব্যবহৃত নাম্বার বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিককে হুমকি দেওয়ার একটা ভিডিও দেখেছি অবশ্যই ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।