নেত্রকোনায় বোর্ড কর্তৃক ক্রয় ব্যবস্থা বাতিল, বৈষম্য দূর করে চাকুরি স্থায়ীকরণের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি’র মানব বন্ধন অনুষ্ঠিত

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

” বৈষম্য নিপাত যাক – পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক ” এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশ ব্যাপী বৈষম্য দূরীকরণ আন্দোলনের অংশ হিসেবে নেত্রকোনায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় । ধারাবাহিক ভাবে চলমান সংকট থেকে উত্তরণের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৪ নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানব বন্ধন কর্মসূচীতে
স্বতঃস্ফূর্তভাবে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করে ।

শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন
বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ সহ মিথ্যা তথ্য প্রদান ,
প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম
সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক
তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ কে হয়রানি করার প্রতিবাদে এবং
গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক BREB – PBS
একীভূতকরণসহ অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন
ও সকল চুক্তিভিত্তিক / অনিয়ম কর্মচারীদের
চাকরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আমারা কাজ করছি । মানব বন্ধন কর্মসূচী চলাকালে তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করার
আহবান জানিয়ে বক্তব্য রাখেন , বারহাট্টা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম. মনির হোসেন ,
কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম.তাপস দেবনাথ , ডেপুটি জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান খান , বিলিং সহকারী অঞ্জনা চক্রবর্তী , ধর্মপাশা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম. হাফিজুর রহমান ,
ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ , মদন উপজেলার ডিজিএম. ফিরোজ আহমেদ , দূর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম. দেলোয়ার হোসেন ,
পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম.
গোলাম মর্তুজা ও নেত্রকোনা সদর দপ্তরের
প্রকৌশলী আবু সাঈদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

Leave a Reply