
মোঃ রতন, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী সালসাবিল ইসলামী একাডেমির প্রথম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) সন্ধ্যা পর্যন্ত এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় আহলে হাদিস মাদ্রাসার মুহতামিম আহমদ আলী রহমানি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
সালসাবিল ইসলামী একাডেমির সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সালসাবিল ইসলামী একাডেমির পরিচালক হাফিজুর রহমান, রফিকুল ইসলাম কালাবগী, শিক্ষক শায়েখ মানোয়ার হোসাইন, ইমদাদুল হক ফরাজী, তানভির হাসান রানা, মুক্তা খানম, মোজাফ্ফর হোসেন, মাহমুদা খানম, নুরুন্নাহার ও হাবিবা খানম।
অনুষ্ঠানে আরবী, ইংরেজী ও বাংলায় বক্তৃতা, কেরাত, ইসলামী সংগীত এবং কবিতা আবৃত্তিসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। সালসাবিল ইসলামী একাডেমি চিতলমারীর প্রাণ কেন্দ্র উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাফিজ খানের বাড়িতে অবস্থিত।বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।