
মোঃ ফরহাদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর ১৩ নং ওয়ার্ড কড্ডা বাজার মাদ্রাসা সংলগ্ন মাঠে ২৪ জানুয়ারি শুক্রবার বাদ আসর হইতে জৈনউদ্দিন দারুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে ৬ষ্ঠ বাষিক ওয়াজ ও ইসলামিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি ও সাবেক ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক এজিএস আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি জনাব মোঃ হেলাল উদ্দিন।
উক্ত ওয়াজ মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর সাবেক জিএস আলহাজ্ব মোঃ সুরুজ আহমেদ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক বেলালী হাফি:।
এছাড়া ওয়াজ মাহফিলে দারুল কুরআন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ ক্বারী মোঃ আবু ইউসুফ। সহ অনেক আলেম-ওলামা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।