বিশেষ প্রতিনিধি
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া বাজার হতে একটি কালো রংয়ের সুজোকি মোটর সাইকেলযোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজারের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ১১ মার্চ ২০২৪ তারিখ অনুমান ১২.৪০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন র্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে টেকনাফ-লিংকরোডগামী মহাসড়কের উপর চেক পোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। চেকপোষ্ট চলাকালীন সময়ে র্যাবের আভিযানিক দল উল্লেখিত গাড়িটি দেখে থামানোর সংকেত দিলে উক্ত মোটর সাইকেলটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেক পোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে মোটর সাইকেলসহ (যাহার রেজিষ্টেশন নং-ঢাকা মেট্রো-ল-১৮-৪২৫৭, চেসিস নং-MB8NG4BBHG9100329 এবং ইঞ্জিন নং-BGA1-296028) দুইজন’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় ১) ওবাইদুল হক (২২), পিতা-নুরে আলম, সাং-পাগলীর বিল, ২নং ওয়ার্ড, হলুদিয়া পালং ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং ২) ইমরান হোসেন (২০), পিতা-সৈয়দুর রহমান, সাং-হাকিম আলির বাপের পাড়া, ৪নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজারদ্বয় বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত একে অপরের যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বর্ণিত গাড়ি ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।