স্মার্ট নান্দাইল উপজেলা গড়তে জনগণের সেবক হতে চান এমদাদুল হক ভূইয়া

রফিকুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে জনগণের সেবক হতে চান তিনবারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ত্যাগী নেতা এমদাদুল হক ভূইয়া। তিনি বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ নান্দাইল শাখার সাবেক সাধারন সম্পাদক ও নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সাবেক জিএস এর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আওয়ামী পরিবারের সন্তান ও একজন মুজিব আদর্শের সৈনিক হিসাবে ১৯৯০ সনে গণঅভ্যূত্থ্যানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমদাদুল হক ভূইয়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ মেজর জেনারেল অব: আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি) এমপি’র হাত ধরে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে নান্দাইলকে দেশ সেরা উপজেলা হিসাবে গড়ে তুলে চান। সে লক্ষ্যে নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করছেন।

ইতিমধ্যে তিনি নান্দাইলের ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের সাধারন মানুষের সাথে মত বিনিময় ও গণসংযোগ করে যাচ্ছেন। বিপুল ভোটে নির্বাচিত সাবেক তিনবারের সফল ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া বলেন, তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নান্দাইলে আমূল পরিবর্তন আনতে চান তিনি। মাননীয় পরিকল্পনা মন্ত্রীর হাত ধরে নান্দাইলে শিল্প ইন্ড্রাসট্রিজ গড়ে তুলে বেকার তরুন-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি সহ সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে যাবেন বলে মতামত ব্যক্ত করেছেন।

এছাড়া দলমত নির্বিশেষে নান্দাইলের সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার পাশাপশি ঐত্যিবাহী নরসুন্দার তীরে শিশু-কিশোরদের জন্য একটি বিনোদন পার্ক ও সর্বজনীন কাব গঠনের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নান্দাইল থেকে জুয়া ও মাদক নির্মূল করতে সামাজিক নিরাপত্তা সহ আইনশৃঙ্খলার সুন্দর পরিস্থিতি রক্ষায় যা যা দরকার, তিনি তাই করবেন।

অপরদিকে শিক্ষার মান উন্নয়ন ও স্বাস্থ্য সেবা সুনিশ্চিকরণ সহ প্রতিটি ইউনিয়নেই কৃষক-কৃষাণীদের সেবা নিশ্চিতের মধ্য দিয়ে নান্দাইলকে একটি আর্তনির্ভরশীল উপজেলা হিসাবে গড়তে চান। তিনি নির্বাচিত হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষের দরজা সবার জন্য উম্মুক্ত রেখে সর্ব সাধারনের খেদমতে নজীর স্থাপনের মাধ্যমে সবার হৃদয়ে আজীবনের জন্য জায়গা করে নিতে চান। এ বিষয়ে এমদাদুল হক ভূইয়া বলেন, আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের খেদমতে নিজেকে উৎস্বর্গ করবো, ইনশাল্লাহ।

Leave a Reply