নান্দাইলে হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

রফিকুল ইসলাম নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা চেক বিতরণ কর্মসূচীর আওতায় ৮০ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। মঙ্গল বার (৬ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উক্ত ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গেলো ২রা ফেব্রুয়ারী ঢেউটিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি। মঙ্গল বার ৬ ফেব্রুয়ারী নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ জনপ্রতি হতদরিদ্র পরিবারের মাঝে ২ বান করে মোট ১৬০ বান ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার গৃহমঞ্জুরীর চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক আমিনুল ইসলাম শাহান,নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক সাইদুর রহমান,আচারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রেনু,রাজগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদত হোসেন টোটন,যুবলীগ নেতা শাওন হোসেন ভূইয়া সহ দলীয় নেতৃবৃন্দ। এসময় উপকারভোগী নারী/পুরুষ ও দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply