কামরুজ্জামান সাতাইশ এলাকার উন্নয়ন করছে এমনটাই দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডে মায়ের দোয়া রিয়েল এস্টেট এন্ড কনস্ট্রাকশন এর সাতাইশে ব্যাপক উন্নয়ন করেছেন এমনই দাবি করেন এলাকাবাসী।

সাতাইশ এলাকার ব্যাবসায়ী আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফা মিয়া বলেন গাজীপুরের সাতাইশ এলাকা খুবই অবহেলিত ও নিম্ন অঞ্চল বলে চিনতেন গাজীপুরবাসী।

কিন্তু এই এলাকার সাধারণ মানুষ এখন অনেক উন্নত জীবন যাপন করছেন, ছেলে, মে ভালো স্কুল কলেজে পড়াশোনা করছে।

উন্নত চিকিৎসা পাচ্ছে, মাস শেষে হাজার হাজার, লক্ষ টাকা বাসা ভাড়া পায়। মিল কল কারখানা, উন্নয়ন হওয়ার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ও মায়ের দোয়া রিয়েল এস্টেট এন্ড কনস্ট্রাকশন লি: এর সত্ত্বাধিকারী মোঃ কামরুজ্জামানের অবধান বেশি, না হলে আমরা অবহেলিত নিম্ন অঞ্চল থাকতাম।

স্থানীয় মোশাররফ হোসেন বলেন কামরুজ্জামান ভাই এই এলাকার অবহেলিত ১৮/২০ ফুট পানি যা কোনো কাজে আসতো না। এখন এই এলাকার জায়গা জমি স্বর্ণের দামে রূপান্তরিত হয়েছে।

২০ ফুট পানি ন্যায্য দামে ক্রয় করে বালি দিয়ে ভরাট করে মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজদের কাছে বিক্রয় ও ভাড়া দেন, গড়ে তোলেন কারখানায় ইন্ডাস্ট্রিজ।

হাজার হাজার শ্রমিক এর কর্মসংস্থান এখানে গড়ে উঠেছে যা এই এলাকার মানুষ কোনদিনও কল্পনা করতে পারে নাই। বিন্দুকেরা মন্দ বলুক বলতে যদি চায়, কামরুল ভাইয়ের জন্য আমাদের দোয়া থাকলো এটাই আমরা চাই।

সে আমাদের মাঝে বট বৃক্ষেে মত ছায়া দিয়ে রাখে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিয়ে সাদি, অসহায় রোগী, গরীব দুঃখী, মেহনতী মানুষের মাঝে সবসময় সাহায্যের হত বাড়িয়ে দেন। এমন কোনো লোক নেই বিপদে পড়ে কামরুজ্জামান ভাই এর কাছথেকে সহযোগিতা পায়নাই, আমরা এলাকাবাসী এটাই চাই।

Leave a Reply