নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধ” বসতবাড়িতে হামলা আহত ৩

আমজাদ হোসেন,( নওগাঁ)

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অগ্নিসংযোগ বসতবাড়িতে হামলা ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে মান্দা সদর ইউনিয়নের কৈবারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায় ইমান আলী ও হোসেন আলী গংদের কবলাকৃত ভোগদখলীয় সম্পত্তি শফিজ গংরা জবরদখল করে ২০০৬ সালে একটি বাড়ি নির্মাণ করে। ইমান আলী তাদের সঙ্গে শক্তিতে না পেরে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর গত ২৩-৩-২০২৩ তারিখে ইমান আলী গংদের পক্ষে রায় প্রদান করে আদালত।

বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি চেয়ারম্যান এবং থানা পুলিশের মাধ্যমে জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ইমান আলী। নিরুপায় হয়ে মঙ্গলবার ইমান আলী গংরা জমিতে হাল চাষ করতে গেলে শফিজ উদ্দিন গংরা বাধা প্রদান করে এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি ঘটনা ঘটে। এতে শফিজ (৫৫) ও তাঁর স্ত্রী মনোয়ারা বিবি (৫০) আহত হন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা আছেন।

শফিজ গংদের দাবি ইমান আলীর ভাড়াটে লোকজন বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে যাওয়ার সময় চারটি গরু ও চারটি ছাগলসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়। তবে ইমান আলী এসব বিষয়ে অস্বীকার করে বলেন, গন্ডগোলের পর জমির দখল ছাড়বে না বলে নিজেরাই তাদের খড়ের পালা ও রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় তারা দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে পানির মটর, ফ্রিজ, টিভি, আসবাবপত্র ভাঙচুর করে আমার ছেলের বউকে আহত করে তাকেও মন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এছাড়াও হামলাকারীরা টাকা-পয়সার স্বর্ণলতা লুট করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক তদন্ত আবদুল গণি বলেন, বিবাদমান সম্পত্তির দখল নিতেই এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা সেখান থেকে সটকে পড়ে। ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply