স্টাফ রিপোটার
যশোর জেলার ঝিকরগাছায় সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, মহোদয়ের নির্দেশনায় ঝিকরগাছা থানার একটি চৌকশ টিম থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন
গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৫-০১-২৪ তারিখ ০৮.৫০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন পারবাজার থানার মোড়স্থ যশোর টু বেনাপোলগামী হাইওয়ে রাস্তার বাম পার্শ্বে সোনালী ব্যাংক, পারবাজার শাখার সামনে নাভারণ হতে ছেড়ে আসা যশোর গামী লোকাল বাসের যাত্রীবেশী আসামী স্বপন হোসেন সুজন (৩২) সজীব হোসেন সোহান (২৪) উভয় পিতা ফজলুর রহমান, অপরজন সাব্বির হোসেন সৈকত (২০), পিতা-কবির হোসেন, সর্ব সাং-হাড়িয়াদেয়াড়া (মোল্যাপাড়া), (৪) রাহাত হোসেন রকি (১৯), পিতা-তৌহিদুল ইসলাম, সাং-কাশিপুর, পালিত পিতা-সৈয়দ বুলবুল আহম্মেদ, সাং-মিশ্রীদেয়াড়া, বর্তমান ঠিকানা: নানা-নজরুল ইসলাম এর বসত বাড়ী, সাং-হাড়িয়াদেয়াড়া (মোল্যাপাড়া), সর্বথানা-ঝিকরগাছা, জেলা-যশোরদের নিকট হতে সর্বমোট ২৮ (আঠাশ) বোতল বিদেশী মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
জানতে চাইলে ঝিকরগাছা থানা পুলিশ বলেন আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১৫/১৫, তারিখ-১৫/০১/২০২৪ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে