এক যুগ পর বাণিজ্যিক ব্যাংকের চরিত্রে ফিরেছে সোনালী ব্যাংক

এক যুগ আগে সংঘটিত হল–মার্ক গ্রুপের আর্থিক কেলেঙ্কারির পর রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে হাত গুটিয়ে নিয়েছিল। এরপর আমানত বাড়লেও ঋণ দেওয়ার পরিবর্তে তা আরও কমিয়ে এনেছিল। ঋণের ঝুঁকি এড়াতে বাণিজ্যিক ব্যাংকের চরিত্র ছেড়ে ট্রেজারি ব্যাংকে রূপ নিয়েছিল ব্যাংকটি। ফলে ঋণ দিয়ে যে পরিমাণ সুদ আয় হতো, তার চেয়ে বেশি ব্যয় হতো আমানতকারীদের সুদ পরিশোধে। তবে বছর আড়াই আগে ব্যাংকটি বড় আবার আকারে বেছে বেছে ঋণ দিতে শুরু করে। তাতে প্রকৃত সুদ আয় বাড়ছে।

প্রায় এক যুগ পর আবার বাণিজ্যিক ব্যাংকের চরিত্র ফিরে পেতে শুরু করেছে ব্যাংকটি। সেই সঙ্গে এটির সার্বিক আর্থিক অবস্থারও উন্নতি হতে শুরু করেছে। সোনালী ব্যাংকের আর্থিক তথ্য পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে।

Leave a Reply