
মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি (দিনাজপুর) :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক চিকিৎসক নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “একটি সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। জাতি যদি সঠিক শিক্ষা না পায়, তাহলে উন্নত বাংলাদেশ গড়াও সম্ভব নয়।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। শিক্ষা ক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে, সেগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে। শিক্ষক-কর্মচারীদের জন্য কল্যাণ তহবিল গঠন করেছে বিএনপিই।
তিনি আরও বলেন, “শিক্ষকদের সম্মান ও মর্যাদা দেওয়ার চিন্তা প্রথম করেছিলেন শহীদ জিয়া। আর মেয়েদের বিনা পয়সায় লেখাপড়ার ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া।”
অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জর হোসেন দুলাল, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মোঃ আজিজুল হক রাজা প্রমুখ।
জেলা সম্মেলনে দিনাজপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।