
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর:-
১৮ সেপ্টেম্বর দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ীবৃন্দের সাথে “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাবমোঃমারুফাত_হুসাইন মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তামাক ও মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি। ব্যবসায়ী সমাজ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা নিজের ব্যবসায়িক কার্যক্রমে এ বিষয়ে সচেতন থাকবেন, এবং অন্যদের সচেতন করতে এগিয়ে আসবেন।”