টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বুধবার দিবাগত রাতে টঙ্গীর হিমারদিঘীর হকের মোড় এলাকায়।
গ্রেফতারকৃতরা হলো কামরুজ্জামান খন্দকার ওরফে শাওন (৩৫), ইসমাইল হোসেন (২৫), জব্বার খাঁ ওরফে জয় (২৮) ও হযরত আলী (২০)।

পুলিশ জানায়, হিমারদিঘীর হকের মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার টহল একদল পুলিশ বুধবার দিবাগত রাত ১২.৪৫ ঘটিকার সময় ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও ৮/১০জন সহযোগী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১টি সুইচগিয়ার, ৩ টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার নবাগত ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কামরুজ্জামান খন্দকার শাওন এর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানায় ২০টি মামলা রয়েছে।

Leave a Reply