
জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক প্রধান শিক্ষক ও তার পরিবারকে মারধর, ক্যাশবক্স ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জান্নাতুল মাওয়া (৩৩) উল্লেখ করেন, তার স্বামী মোস্তাহীদ শেখ মুরাদ আমবাগ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক। গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কিছু প্রাক্তন শিক্ষার্থীর আত্মীয়স্বজন স্কুলের বকেয়া পরিশোধ ছাড়াই এসএসসি পরীক্ষার সনদ নিতে আসে। কিন্তু প্রধান শিক্ষক মুরাদ বকেয়া টাকা পরিশোধ করতে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।
অভিযোগে বলা হয়, এ সময় মোঃ হাসান ও তারেক মিলে স্কুলের ক্যাশবক্সের তালা ভেঙে ১ লাখ ৩৫ হাজার ৩২৫ টাকা নিয়ে যায়। পরে প্রধান শিক্ষক দৌড়ে বাসায় আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে ঢুকে পুনরায় মারধর করে।
মুরাদের স্ত্রী জান্নাতুল মাওয়া এগিয়ে গেলে তাকেও প্রহার করা হয়। তাদের চিৎকার শুনে মুরাদের বোন আশা বেগম এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৯০ হাজার টাকা) ছিনিয়ে নেয়া হয়।
এ ছাড়া স্কুলের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে যায়। স্থানীয়রা প্রতিরোধ করতে গেলে তারা মোটরসাইকেল (রেজিঃ গাজীপুর-ল-১১-০৪০৯) ফেলে রেখে দ্রুত সরে পড়ে।
মারাত্মক আহত প্রধান শিক্ষক মুরাদকে পরে অ্যাম্বুলেন্সযোগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।