
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ভোর ৫টা ৩০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আস্কারপুর ইউপির ০৪ নং ওয়ার্ডের খানপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে জনৈক মাহবুবর রহমান (৩৭), পিতা মৃত জাবেদ আলী এর বসতবাড়ির উত্তর-পূর্ব কর্ণারে তল্লাশি চালানো হয়। এসময় তার বসতঘরের শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি কালো পলিথিনে মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং একটি ম্যাগাজিনে লোড করা ০৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, আসামী মাহবুবর রহমান অভিযানকালে পলাতক রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।