
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। সভায় জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন,খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবার সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতা প্রয়োজন। তিনি সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।