
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
২৬ আগষ্ট ২০২৫ তারিখ মঙ্গলবার জীবন মহল ফ্যামিলি পার্ক কাঞ্চনঘাট, বিরল, দিনাজপুরে ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ জীবন চৌধুরী এবং দিনাজপুর, বিরল, বোঁচাগঞ্জের সকল সাংবাদিকবৃন্দ।
ড. জীবণ চোধুরী বলেন, সত্য অনুসন্ধানে আপনাদের প্রচেষ্টাকে আমি সব সময়ই সমর্থণ এবং সহযোগিতা করে আসছি। এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আমার পরিচিত আপনজন। দীর্ঘদিন আপনাদের সাথে আমার সম্পর্ক, কিন্তু কেউ বলতে পারবেন না আত্মপ্রচারের জন্য আমি কোনদিন কাউকে অনুরোধ করেছি – আজ বিশেষ প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্যই আপনাদের সামনে হ্যাজির হয়েছি- আমি ড. জীবন চৌধুরী আমার কর্মকান্ড খোলা বইয়ের মত। দীর্ঘ ২৪টা বছর আমি এই বিরলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করেছি সারাবছর ভ্রাম্যমান মেডিকেলের মাধ্যমে অসহায়, দরিদ্র মানুষকে স্বাস্থ্য-সেবা দিয়ে আসছি। ফ্রি ঔষধের ব্যবস্থা করেছি, ঢাকার বিখ্যাত ডাক্তারদের এনে চক্ষু চিকিৎসা দিচ্ছি, ঔষধ, চশমা এর পরে যদি কারও দরকার হয়, তাকে ঢাকায় নিয়ে অপারেশনের ব্যবস্থা করে দিচ্ছি। শীতে প্রতিবছরই হাজার হাজার কম্বল, ঈদে নতুন কাপড়, সেমাই, চিনি, নগদ অর্থ দিয়ে আসছি। আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে এমন উদাহরণ কেউ দিতে পারবে না। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে এই জনপদের অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিনিময়ে আমি কোনদিন কোনকিছুই চাইনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গতবার আমি জতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি এবং ব্যাপক সমর্থণ পেয়েছি। আমি বিশ্বাস করি জনগণ আমাকে নির্বাচিত করেছে, কিন্তু আমার জয় ছিনিয়ে নেয়া হয়েছে। এবার জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হবার পর থেকেই আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যাতে আমি নির্বাচন করতে না পারি। রাগে, দুঃখে যেন এলাকাতে না আসি এরই অংশ হিসেবে গত ১৮/০৪/২০২৫ তারিখে আমার জীবন মহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে আমার সম্মান হানির চেষ্টা করা হয়েছে। রিসোর্টে বোর্ডার আসবে, এটাই তো স্বাভাবিক। সমস্ত নিয়ম নীতি মেনেই এখানে ব্যবসা করা হয়। বোর্ডারদের জাতীয় পরিচয় পত্র দেখে তারপরে তাদের নাম ঠিকানা লেজারে লিপিবদ্ধ করেই রুম ভাড়া দেয়া হয় সেদিন তার কোন ব্যত্যয় ঘটে নাই। কিন্তু বোর্ডার রুমে আসার আধা-ঘন্টার মধ্যেই পরিকল্পিতভাবে ডিবি পুলিশ হাজির করা হয়, সাথে ভ্রাম্যমান আদালত। তারা এখানে কোন অনিয়ম পায়নি, কোন মাদক পায়নি বোর্ডার ব্যতীত কোন মানুষের অস্থিত্ব পায়নি। বোর্ডারের নাম-ঠিকানা, জাতীয় পরিচয় পত্রের কপি সমস্ত কিছুই নিয়ম অনুযায়ী লেজারে লিপিবদ্ধ পেয়েছে। আমাদের কোন ত্রুটিই ভ্রাম্যমান আদালত, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। একটাই ত্রুটি পেয়েছে ঘটনা ঘটার আধাঘন্টা আগে যে বোর্ডার উঠেছে তার জাতীয় পরিচয়পত্র জাল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারাই বলেন এখানে আমার বা আমার প্রতিষ্ঠানের কি করার আছে, আমাদের দায় কি? যিনি জাল আই. ডি. দিয়েছেন, অপরাধ তো সে করেছে, অপরাধের সাজা তো তার হবার কথা; কিন্তু তাকে কোন সাজা না দিয়ে ছেড়ে দেয়। কিন্তু দুঃখজনক হলেও ভ্রাম্যমান আদালত আমার স্টাফদের জেল-জরিমানা করলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি সমস্ত কিছুই মেনে নিলাম। এরপরেও এই কুচক্রী মহল থেমে থাকলো না, তারা ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কের সামনে এসে তা ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ফেইসবুকে বিভিন্ন গ্রুপ তৈরী করে কুরুচীপূর্ণ প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সমাজের দর্পণ, জাতীয় বিবেক, আপনারা আসুন, দেখুন এখানে কোন অবৈধ কর্মকান্ড চলে কিনা, এখানে কোন মাদকের আখড়া আছে কিনা, এখানে অসামাজিক কোন কিছুর অস্তিত্ব আছে কিনা যদি এর কোন কিছুর অস্থিত্ব পান, তবে আপনার প্রকাশ করেন আর যদি না পান তবে আমার পাশে থেকে সত্যটুকু প্রকাশ করে আমার পাশে থাকেন আপনাদের সকলকে ধন্যবাদ।
তিনি এসময় বলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আমার আহবানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন।
উক্ত সভাটি আয়োজন করে সেবক পার্টি, বিরল, দিনাজপুর।