
নিজস্ব প্রতিবেদক :-
আলহামদুলিল্লাহ, ইদারার মূল কেন্দ্র হিফজুল কুরআন আলিম মাদ্রাসায় এনটিআরসিএর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ছয়জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
অদ্য রবিবার ২৫/০৮/২০২৫ ইং সকালে মাদ্রাসা মিলনায়তনে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সুপার মাওঃ ফখরুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল ওহীদ আনসারী
নতুন যোগদানকারী শিক্ষকদের হাতে নিয়োগপত্র প্রদান ও সংবর্ধনা হাদিয়া তুলে দেন সভাপতি শেষে দোয়া মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, “দ্বীনি শিক্ষার প্রসার ও কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনে যোগদানকারী শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া করা হয়, আল্লাহ তা‘আলা যেন নতুন শিক্ষকদের দ্বীনি খেদমতে কবুল করেন এবং কুরআন-সুন্নাহ ভিত্তিক আদর্শ সমাজ গঠনে তাদেরকে তাওফিক দান করেন।