টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুর মহানগর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (১৭ ই আগস্ট ২০২৫ ইং) সন্ধ্যা সাতটার দিকে শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলিগুলো উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, সন্ধ্যায় স্কুলের ভিতরে পরিত্যাক্ত অবস্থায় পিস্তল ও গুলি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা চৌকস পুলিশ অফিসার এস আই এস এম মেহেদি হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে রিভলবার ও গুলি উদ্ধার করেন।

এ ব্যাপার টঙ্গী পূর্ব থানার পরিদশর্ক (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ১৫ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ফেলে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply