
জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় গাজীপুর মহানগরের বাসন থানাধীন নলজানী এলাকার সততা মার্কেটের দ্বিতীয় তলায় এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে তুহিনের সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মরহুম তুহিনের কর্মজীবন, পেশাগত সততা ও সাহসী সংবাদ উপস্থাপনার প্রশংসা করে বলেন— তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
অনুষ্ঠানে নিহত তুহিনসহ সারাদেশে সন্ত্রাসী হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম, যিনি তুহিনের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিতে হয়েছে তুহিনকে—এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।