গোমাতলী উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

গতকাল সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে সভায় 

প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট সেলিম উল্লাহ বাহাদুর। 

এতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম। স্থানীয় গনমান্য হিসেবে অংশ নেন-শরিয়তুল্লাহ মেম্বার,উত্তর গোমাতলী স্কুলের প্রধান শিক্ষক শফিউল্লাহ, রফিকুল ইসলাম, আবদুল কাদের,মনজুর আলম,দিদারুল আলম সহ আরো অনেকে। 

শিক্ষকদের মাঝে ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মো:আলম, শাহআলম, মুবিন,ওমর ফারুক আসাদুজ্জামান ও রুমেনা আক্তারসহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা।

দোয়া মাহফিল শেষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরুষ্কার বিতরন করেন অতিথিরা।

Leave a Reply