হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সয়ের মেডিকেল অফিসার কে মারপিট করায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল- মামুন সহ ১০ জন গ্রেফতার

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর স্বাস্হ্য কমপ্লেক্সয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমানকে মারপিট করায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল-মামুন সহ ১০ জন আসামীকে গ্রেফতার করেন হাকিমপুর থানা পুলিশ।

দিনাজপুরের হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমানকে মারপিট করার অপরাধে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল- মামুন সহ ১০ জনকে গ্রেফতার করেন।

গত শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামতউল্লাহ্

গতকাল হাকিমপুর হাসপাতালে হামলার ঘটনায় বিকেলে আব্দুল্লাহ আল মামুন সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এর আগে গতকাল (৩১ জুলাই) দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমানের উপর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুনের নেতৃত্বে ১০ থেকে ১৩ জন আক্রমণ করে। এবিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলা কমিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল- মামুন কে বহিস্কার করেন।
এ বিষয়ে হাকিমপুর থানায় ডাঃ মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার হাকিমপুর থানার মামলা নং-১। তাং-০১/০৮/২৫ ইং। ধারা- ২৯৬০ সালের পেনেল কোড আইনের ১৪৩/৪৪৭/৪৪৮ / ৩০৭/৩৩২/৩৫৩/৫০৬(২) ১৪৪/১১৪/৩৪। ১৩ জন আসামীদের মধ্যে ১০ জন আসামীকে গ্রেফতার করে ন।

Leave a Reply