কেন্দুয়ায় বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান

সৈয়দ সময় ,নেত্রকোনা :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাইকুড়া ইউনিয়নের ৭৫ নং বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।মোট শিক্ষক ৭ জন থাকলেও প্রধান শিক্ষক এরিমধ্যে বদলি হয়েছেন বলে জানিয়েছেন অন্যান্য শিক্ষকগণ। তবে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে পাঠদান সহ অন্যান্য কার্যক্রম। বর্তমানে শিক্ষার্থী ১’শ ৮১ জন। স্কুলের দুটি আলাদা ভবন রয়েছে একটি ছাদ করা অন্যটি হাফ বিল্ডিং, তারমধ্যে আবার একটি ভবন জরাজীর্ণ অনেক আগেই পরিত্যক্ত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ-অব্দি পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেননি ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। আর ওয়াশ রুমের অবস্থা একেবারেই নাজুক, ব্যবহারের অনুপযোগী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো:আল্লামা ইকবাল বলেন, বছরের পর বছর ধরে আমরা ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিচ্ছি, কোমলমতি শিশুদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন।

স্থানীয় অভিভাবকরাও বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানরা প্রতিদিন স্কুলে আসে, কিন্তু কখন যে কি অঘটন ঘটে সেই ভয়ে থাকি। আশা করছি,কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করবেন।

কেন্দুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:আফতাব উদ্দিন বলেন, ছাদ সহ একটি ভবন আছে। পরিত্যক্ত ভবনের বিষয়টি আমার জানা নেই,এখন আপনার কাছ থেকে জানতে পারলাম। ভবনটি সরেজমিনে দেখে শিক্ষকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি,অবিলম্বে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি পুনর্নির্মাণ করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।

Leave a Reply