গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে টিনসেট ঘর ভাংচুর ও লুটপাট

মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের উত্তর পাটোয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, মোঃ রাজা মিয়া(৫২) তার স্ত্রী মোছাঃ সাজেদা বেগম(৪৫), ২ ছেলে মোঃ শামীম মিয়া(২৮) ও স্বপন মিয়া(২০), রাকু মিয়া(৪৫) তার স্ত্রী বিউটি বেগম(৩৫), মেয়ে মোছাঃ কাকুলী বেগম(২০), মোসলেম উদ্দিন(৪৫) ছেলে আনোয়ার হোসেন(২৩), ছেলের বউ মোছাঃ আদুরী বেগম(২০)।

মামলার বিবরনী থেকে জানা যায়, সোহেলের পরিবারের সাথে তার জেঠো রাজা ও চাচা রাকু মিয়ার পুর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধটি মিমাংসার জন্য গ্রামের স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সোহেলদের বাড়ির উঠানে শালিস বসে। এমন অবস্থায় শালীস চলাকালে প্রতিপক্ষগন লাঠি, লোহার রড, সহ দেশীয় অস্ত্র নিয়ে সোহেল দের বসতবাড়ি ভিতরে ঢুকে হামলা চালায়।

এতে সোহেলের পিতা ঠান্ডা মিয়া, বড় ভাই মেহেদী, মেজো ভাই সাগর, ছোট ভাই সোহাগ, ভাবী তামান্না, তাদের এক আত্মীয় আব্দুল কাদের কে এলোপাথাড়ি মারধর সহ ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর সেইদিন বিকেল ৪ টার দিকে প্রতিপক্ষগন আবারও তাদের লোকজন সহ লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সোহেলদের বাড়িতে ঢুকে ৩ টি টিন সেট ঘর ভেঙ্গে ফেলে।

সেই সাথে বাড়ির ভিতরে উঠানে থাকা বস্তা ভর্তি ১৩০ মন ধান, চাল ৪০ মন, ৩ টি গরু, ঘরের বাক্স ভেঙ্গে ২ ভরি স্বর্ণ, ও ধান বিক্রির নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা সহ মুল্যবান জিনিসপত্র লুটতরাজ করে নিয়ে যায়। শেষে থানায় অভিযোগ করে এবং পরে আদালতে মামলা দায়ের করে।

Leave a Reply