
নিজস্ব প্রতিনিধি :-
গাজীপুর মহানগরীর গাছা কামারজুরি ইউসুফ আলী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় খেলাটি অনুষ্ঠিত হয়। জুলাই আগষ্ট প্রমিলা ফুটবল আয়োজক কমিটির সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন খান এর আয়োজনে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন,
গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ নারী স্পোর্টিং ক্লাব। বনাম জয়পুরহাট পরান বাজার নারী ফুটবল একাডেমি।
খেলাটি পরিচালনা কমিটির সভাপতি ছিলেন, মোঃ ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি, সঞ্চালন ও ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্যাহ আল – হাতেম, সাবেক যুগ্ন আহবায়ক টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপি। এসময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, মোঃ হুমায়ুন কবির রাজু সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, আমিনুল ইসলাম অফিসার ইনচার গাছা মেট্রো থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, মোঃ হারুন অর রশিদ খান সদস্য কৃষক দল কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ দানিছ উর রহমান সাবেক সদস্য গাজীপুর মহানগর বিএনপি, মোঃ আব্দুর রহিম খান কালা দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ মনিরুল ইসলাম বাবুল সভাপতি গাছা থানা বিএনপি, মোঃ হারুন অর রশিদ অধ্যক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, হাজী আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক গাছা থানা বিএনপি, মোহাম্মদ আজহারুল ইসলাম খন্দকার সাবেক সদস্য গাজীপুর মহানগর বিএনপি। উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও খেলা উপভোগ করতে আসা হাজার হাজার উৎসবমুখর সাধারণ জনতা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ শওকত হোসেন সরকার বলেন আজকের প্রজন্ম আগামীদিনের ভবিষ্যৎ। বর্তমানে যুবসমাজ মাদকের ভয়াল থাবা নেশায় আচ্ছন্ন। নেশার কারনে নিজের জীবন পরিবার সমাজকে নষ্ট না করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান শওকত হোসেন সরকার আরও বলেন জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান একটি অংশ এ বাস্তবায়নে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক তাদের রূহের মাগফেরাত কামনা করেন ও শোক পালন করেন। দুইটি দলের মধ্যে হায়দ্রাবাদ নারী স্পোটিং ক্লাব ৩-০ গোলে জয়পুরহাট পরান বাজার নারী ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয় লাভ করেন।
রেফারির দায়িত্বে ছিলেন আলমগীর সরকার ফিফা’র অন্তর্ভুক্ত আন্তর্জাতিক মানের রেফারি। সভাপতির সমাপনীর মাধ্যমে ফুটবল ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সভাপতি ফারুক খান বলেন, বীর শহিদদের আত্মত্যাগকে স্মরণে রেখে এবং নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণকে উৎসাহিত করতে গাজীপুরে আয়োজিত ‘জুলাই-আগস্ট শহিদ স্মরণে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ’ আমরা আয়োজন করেছি। আজ আমাদের এই খেলা হাজার হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করলেন গাজীপুর মহানগর গাছা থানা বিএনপি প্রত্যেকটি ভালো কাজে আপনাদের পাশে আছি থাকবো মাদককে না বলি পড়ালেখা ও খেলাধুলায় অংশগ্রহণ করি।