
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে ১৭ জুলাই ২০২৫ জারিকৃত প্রাথমিক বৃত্তি পরীক্ষার গেজেট বাতিল এবং বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল সমুহকে সংযুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার ২৪ জুলাই উপজেলার প্রায় ১৭২ টি কেজি স্কুলের ১২০০ শিক্ষকের অংশগ্রহনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ মানববন্ধন চলাকালে গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের যুগ্ন: আহবায়ক এবং গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা গোবিন্দগঞ্জ কেজি ও জুনিয়র স্কুলের অধ্যক্ষ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান,সংগঠনের আহবায়ক ধানসিড়ি স্কুলের পরিচালক শামসুল আলম মুক্তা, সদস্য কোমরপুর দর্শন কেজি স্কুলের পরিচালক মাজেদুর রহমান।
গ্রীন ভিলেজ মডেল স্কুলের পরিচালক ফিলিপস সরকার, ফাঁসিতলা প্রিক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল মোত্তালেব সরকার,বাল্য শিক্ষা কেজি স্কুলের পরিচালক আহসান হাবিব নান্নু, চাঁদপাড়া হলি চাইল্ড কেজি স্কুল এর পরিচালক শাহারুল ইসলাম, বেস্টবিল্ডার কেজি স্কুলের পরিচালক, আবুল কাশেম সরকার, আদর্শ প্রি ক্যাডেট স্কুলের পরিচালক শাহিনুজ্জামন আংগুর, কালিতলা নতুন কুড়ি স্কুলের পরিচালক মতিউল আলম, মহিমাগঞ্জ আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান, বৈরাগী হাট সোনারতরী কেজি স্কুলের মেহেদি হাসান,কোমরপুর নিউ ট্যালেন্ট কেজি স্কুলের পরিচালক রিয়ন, কোচাশহর শিওর সাকসেস মডেল স্কুল এর পরিচালক আবু ইউসুফ, তালুককানুপুর জামালপুর হাট প্রি ক্যাডেট স্কুল এর পরিচালক আব্দুর রউফ সহ বিভিন্ন কেজি স্কুলের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।