
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
হাকিমপুর ও ঘোড়াঘাটের সার্কেলের সহ কারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত তুল্লার দিগ নির্দেশনায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হকে নেতৃত্বে হাকিমপুরের ১ নং খট্রা মাধবপাড়া ইউনিয়ন ও ২ নং বোয়ালদাড় ইউনিয়নে সাঁড়াশী অভিযান চালিয়ে অদ্য ২৩/০৭/২০২৫ তারিখে হাকিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
হাকিপুর থানার মামলা নং-০৭ তদন্তে প্রাপ্ত আসামী ১। সাবেক ১ নং খট্রা মাধবপাগা ইউ পি চেয়ারম্যান মোঃ মোখলেছার রহমান (৬৭) পিতা-মৃত তোশারফ হোসেন সরকার, মাতা-মৃতঃ রাব্বিয়া বেগম, সাং-গোবিন্দপুর, থানা-হাকিমপুর, দিনাজপুর।(হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক) হাকিমপর থানার মামলা নং-১৭।
তদন্ত প্রাপ্ত আসামী ২। মোঃ জোবায়েদ ওরফে রকি (৩৭), পিতা- মোঃ আমজাদ হোসেন মুন্সি মাতা- আমেনা বেগম, সাং সিপি মোড়, মুন্সি পাড়া, থানা-হাকিমপুর জেলা-দিনাজপুর।(পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ) ৩। মোঃ রাজ্জাক আলী ওরফে সুমন (৩৭), পিতা-মোঃ মিরাজ উদ্দিন, মাতা- মোছাঃ আনজুয়ারা বেগম, সাং নয়ানগর চকভবানী, থানা-হাকিমপুর জেলা-দিনাজপুর, (১নং খট্টামাধবপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ) এবং জিআর ৪৯/১৪ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী ৪। ফাতেমা (৪৬), স্বামী-মালো, ৫। মোঃ মলো (৫৯), পিতা মৃতা-লোকমান, ৬। মোঃ হান্নান (৪১), পিতা-মোঃ হায়দার, ৭। মোঃ জাহিদুল ইসলাম(৪৮), পিতা-মৃত আঃ সাত্তার, ৮। মোঃ হারুন, পিতা-আত্মার আলী, ৯। মোঃ রুবেল, পিতা-মৃত আজিজার রহমান, ১০। মোঃ তানছেল, পিতা-সোনা রাজ, ১১। মোঃ মোখলেছার, পিতা-মৃত আঃ সাত্তার।
সর্ব গ্রাম-বৈ গ্রাম সকলের থানা- হাকিমপুর জেলা -দিনাজপুর। সকল আসামীদের পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।