বিএনপি নেতা মোস্তাউল বারী লাভলুর সাথে এরা কারা

আ: রহমান

খুলনা ৪ আসনের ধানের শীষের কান্ডারী বলে পরিচিত কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল একজন ভালো মনের মানুষ যিনি অন্যায়কে কোন প্রশ্রয় দেন না বিগত দিনে তার নির্বাচনী এলাকা খুলনা জেলা সহ সকল নেতাকর্মীর পাশে থেকে সাহস দিয়ে দলের নেতৃত্ব দেন।

কিন্তু ৫ আগস্ট এর পর আওয়ামী লীগের কিছু দোসর আজিজুল বারী হেলালের বড় ভাই মোস্তাউল বারী লাভলুর সাথে আঁতাত করে বিভিন্ন এলাকায় মিটিংয়ে দেখা যাচ্ছে এ নিয়ে রূপসায় বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে তোড়পাড় শুরু হয়েছে দলের মধ্যে বিএনপির দূর দিনের কান্ডারীরা। অনুসন্ধানে প্রতিবেদক কে বলেন বিগত দিনে আওয়ামী লীগের পরিবার তথা নন্দনপুর সরদার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম বিগত দিনে বর্তমানে সেই সরদার পরিবারের মতো জমাদার পরিবার ও শুরু করেছেন।

৫ আগস্ট এর পর তারা আবার বিএনপি এটা কেউ মেনে নিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে প্রতিবেদককে আরো জানান এ বিষয়ে সাধারণ জনগণ বলেন নাম না প্রকাশে অনিচ্ছুক অনেকেই যে আমরা বিগত দিনে কি অবস্থায় ছিলাম কখনও শামীম জমাদার বা তার ভাই জাকির জমাদার আমাদের খোঁজ খবর নেয়নি এখন তারা এলাকায় এসে জুড়ে বসেছে। ৫ আগস্ট এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন মিছিল মিটিংয়ে চায়ের আড্ডায় আরো দেখেছি সাবেক আওয়ামী লীগের এমপি আব্দুস সালাম মুর্শিদিকে জামাই আদর করে বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছেন তাহলে তারা কিভাবে বিএনপিকে ভালোবাসে তারা ভালবাসে ব্যবসার স্বার্থে এখন তারা মাঠে বড় নেতা আমরা যারা দুর্দিনে রাজপথে ছিলাম।

আমাদের কোন মূল্যায়নই নাই তাদের কথায় উঠতে হবে তাদের কথায় বসতে হবে এমনই মন্তব্য করেছেন এলাকার সাধারণ জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটাই কথা বারবার নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন যে আওয়ামী লীগের সাথে কোন প্রকার ছবি বা সেলফি এমন যদি কারো বিরুদ্ধে থাকে তাকে দলে ভিড়তে দিবেন না।

এমনটি বলেছেন দেশ নায়ক তারেক রহমান এরা আওয়ামী লীগের দোসর বর্তমানে বিএনপিতে এসে আমাদের ক্ষতি করবে এরা কখনো দলের ভালো চায়না নিজের স্বার্থ হাসিল করার জন্য কাইয়া পাল্টায় তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান রূপসা থানার বিএনপির দুর্দিনের নেতাকর্মীরা এবং সেই সাথে আমাদের বিএনপি’র কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি রূপসা উপজেলা বাঁশি । চলছে অনুসন্ধান চোখ রাখুন।

Leave a Reply