রাজাপুরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

১৭ জুলাই ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার রয়েল ক্যাফ হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা আনুষ্ঠিত হয়।

এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প, যা এফসিডিও’র অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তরুণ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন, উপজেলা মহিলা দলের সদস্য সৈয়দা মাহফুজা আক্তার রুনা, পিএফজির অ্যাম্বাসেডর ও জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, পিএফজির অ্যাম্বাসেডর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর শাখার সহ-সভাপতি আল আমিন রুম্মান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাইনুল হক লিপু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, মাওলানা আবু হানিফ, সাবেক ইউপি সদস্য ও পিএফজি সদস্য কণ্ঠশিল্পী মোসা: ছালমা বেগম, নারী নেত্রী লাভলী আক্তার, সাবিনা ইয়াসমিন, শামসুন নাহার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির। সভায় রাজাপুর উপজেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সহিংসতা প্রতিরোধে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা আন্তঃধর্মীয় সংলাপ, শান্তি-সম্প্রীতি বিষয়ক ইভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

Leave a Reply