
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
২০২৪ সালের গণঅভ্যুত্থানে গাইবান্ধা জেলার শহীদ ছয় সন্তানের স্মরণে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) সকালে গাইবান্ধা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম আহাদ, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখারুর রহমান, সহকারী কমিশনার (সাধারণ) ও নেজারত ডেপুটি কালেক্টর সাব্বির আহমেদ এবং জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আমিনুর ও সাধারণ সম্পাদক বিপুল। এছাড়া শহীদ সুজন মিয়ার স্ত্রী লাইজু আক্তার, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছয় শহীদের নামে যে গাছগুলো রোপণ করা হয়:
শহীদ সাজ্জাদ হোসেন সজল – (পলাশ গাছ), শহীদ সুজন মিয়া – (কাঠ বাদাম গাছ), শহীদ আরিফুল মিয়া – (বকুল গাছ),
শহীদ শাকিনুর রহমান – (কদম গাছ), শহীদ জুয়েল রানা – (জারুল গাছ), শহীদ নাজমুল মিয়া – (সোনালু গাছ)
ছয় শহীদের পরিচয় সংক্ষেপে:
সাজ্জাদ হোসেন সজল (৩৫), পিতা- খলিলুর রহমান, গ্রাম- শ্যামপুর, সাঘাটা। শহীদ ৫ আগস্ট ২০২৪, স্থান- আশুলিয়া, ঢাকায়।
সুজন মিয়া (৩২), পিতা- সুজা মিয়া, গ্রাম- খোলাহাটী, গাইবান্ধা সদর। শহীদ ৫ আগস্ট ২০২৪, স্থান- আনসার ক্যাম্পের পাশে।
আরিফুল মিয়া (২৮), পিতা- খাজা মিয়া, গ্রাম- পশ্চিম গোপীনাথপুর, পলাশবাড়ী। শহীদ ৫ আগস্ট ২০২৪, স্থান- গাজীপুর আনসার ক্যাম্প।
শাকিনুর রহমান (২৬), পিতা-ইবনে সাঈদ মন্ডল, গ্রাম- কিশোরগাড়ি, পলাশবাড়ী। শহীদ ৫ আগস্ট ২০২৪, স্থান- আশুলিয়া থানা।
জুয়েল রানা (২৭), পিতা- মোনতাজ উদ্দিন ব্যাপারী, গ্রাম- শাখাহাতি, গোবিন্দগঞ্জ। শহীদ ৫ আগস্ট ২০২৪, স্থান- শফিপুর আনসার একাডেমি।
নাজমুল মিয়া (২৪),পিতা- মৃত হাইদুল ইসলাম, গ্রাম নূরপুর, সাদুল্লাপুর। শহীদ ৯ আগস্ট ২০২৪, স্থান- আশুলিয়া থানা।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে এই ছয়টি গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি, দেশের প্রতিটি জেলায় যে সকল শহীদ রয়েছেন, তাদের নামে অন্তত একটি করে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।