
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগর কাশিমপুরের ভবানীপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন কঙ্কাল উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ড এর ভবানীপুর এলাকার বিগ বস গার্মেন্টস সংলগ্ন লতিফপুর বাজার-ভবানীপুর প্রাইমারি স্কুল সড়কের পাশে হাতের হাড়, পায়ের হাড়, মেরুদন্ডের হাড়,মাথার খুলি ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, আজ সকালে ছোট বাচ্চারা ঘটনাস্থলের পাশে মাঠে ফুটবল খেলতে গেলে দুর্গন্ধ পায় দুর্গন্ধ পাওয়ার পর পাশে তাদের বড় ভাইকে জানায় তারপর সে দুর্গন্ধের দিকে এগিয়ে যায় দেখতে পায় বস্তাবন্দি অবস্থায় মানব কঙ্কাল তারপর ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে আবার অবগত করলে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ছিন্নভিন্ন মানব কঙ্কাল উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
পাঠানো হয়েছে এবং আমরা এর রিপোর্ট অনুযায়ী আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।