জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর ধরে এক বিধবা প্রতিবন্ধীর সম্পত্তি জোর পূর্বক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা যায় উপজেলার কোক তারা গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী বিধবা প্রতিবন্ধী রোজিনা বেগম বলেন।
উক্ত মৌজার খতিয়ান নং ২২০/ ৩৭৩ দাগ নং ৩৫০ এর ১২ শতাংশ ধানি জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হই ৩৫ বছর পূর্বে।
বাদী দরিদ্র হওয়ায় তার সর লতার সুযোগ নিয়ে একই গ্রামের বিবাদী আব্দুল মান্নান
ওই সম্পত্তি জবর দখল করে চাষা বাদ করে খাচ্ছে দীর্ঘ দিন থেকে।
এ ব্যাপারে সম্পত্তি ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেন রোজিনা বেগম। স্থানীয় ইউনিয়ন পরিষদ কাগজ পত্র যাচাই করে তার পক্ষে রায় দেন।
এ রায়ের প্রেক্ষিতে বিবাদী চলতি আমন মৌসুমে তার জমিটি ছেড়ে দিতে অঙ্গীকার করেও সে কথা রাখেনি। এমন অবস্থায় আজ সোমবার সকালে উক্ত বিবাদী মেসি ট্রাক্টর এনে ওই জমিতে চাষ শুরু করে।
তা দেখে বাদি রোজিনা বেগম জমিতে গিয়ে ট্রাক্টর ওয়ালাকে নিষেধ করলে তাকে আটকে রেখে সম্পূর্ণ জমি হাল চাষ দেয়। এবং বাদিকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে বিবাদীরা।
নিরুপায় হয়ে সম্পত্তি উদ্ধার চেয়ে আজ সোমবার দুপুরে ২ জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রোজিনা বেগম।
তিনি আরো বলেন ২ নং বিবাদী মোঃ এনামুল হক আমাকে মেসি ট্রাক্টরের চাপা দিয়ে মারার চেষ্টা করেছে।
এই জন্য তাকে আসামি করেছি।
মারার চেষ্টা করার বিষয়ে জানতে চাইলে ২ নং বিবাদী এনামুল হক বলেন। আমি তাকে মারার চেষ্টা করিনি। সরে যেতে বলে ছিলাম।
আর আব্দুল মান্নান ভাইয়ের হুকুমে আমি এই জমিটি চাষ করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী আব্দুল মান্নান বলেন,এই জমিটি আমাদের ৪ ভাইয়ের সম্পত্তি।
রোজিনা রাই দখল করার চেষ্টা করছে।
এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ ওসি কাওসার আলী বলেন,
এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।