জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ৫৯ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাাহিম আটক

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহন কালে ৫৯ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা এলাকা থেকে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে।

৯ ডিসেম্বর (সোমবার) র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহনকালে ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাাহিম আটক।

গ্রেফতার কৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাাহিম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা,বাখরাবাদ বলবদী গ্রামের মোঃ কফিল উদ্দীনের ছেলে।

গ্রেফতার কৃত আসামী ইব্রাহিম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার আসামী। ইব্রাহিম সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে।

আসামী ইব্রাহিমকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

এই সংবাদের ভিত্তিতে, গত কয়েক দিন ধরে সিপিসি-৩ এর গোয়েন্দা দল কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ০৮ ডিসেম্বর(রবিবার) অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী  ইব্রাহিমকে জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে।

গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply