নেত্রকোনা দক্ষিণ বিশিউড়ায় শেরে মস্তানের ভক্ত চান্দু শাহ্ এর ৩৩ তম ওরস ও৩য় মৃত্যু বার্ষিকী পালিত

সৈয়দ সময় , নেত্রকোনা:

প্রতি বছরের মতো এবারো ০৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার দিবাগত রাতে নেত্রকোনা সদরে দক্ষিণ বিশিউড়ায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে
শেরে মস্তানের ভক্ত, চান্দু শাহ্ এর ৩৩ তম ওরস মোবারক ও ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আসর ।
তিন দিন ব্যাপী এই ধর্মীয় উৎসবে হাজার হাজার ভক্ত , আশেকান ও এলাকাবাসী লোকজন উপস্থিত ছিলেন।

চান্দু শাহ্ মাজারের গদিনশীন মো , আমিনুল হক ( হক মিয়া )’র সভাপতিত্বে ও মাজার কমিটির সভাপতি মো,বাচ্ছু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্ভোধন করেন , দক্ষিণ বিশিউড়া তরিকা ফেডারেশনের সভাপতি ও দেওয়ানবাগী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুন । বক্তব্য রাখেন, তরিকা ফেডারেশনের সাধারণ সম্পাদক জহিরুল হক শাহ , সাংগঠনিক সম্পাদক ডাঃ
সেলিম চিশতী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন , শেরে মস্তানের উত্তরাধিকারী কুতুব শাহ , মাজারের খাদেম মো, রুবেল মিয়া , বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নেত্রকোনা জেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক সৈয়দ সময় , সাধারণ সম্পাদক সাংবাদিক বুলবুল আহমেদ সহ অন্যান্যরা ।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন ,
মানুষ ও প্রকৃতির কল্যাণে অলী আওলিয়াগণ
যুগে যুগে মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন । তিনি সকল তরিকার ভাই বোনদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

মিলাদ মাহফিল ও আলোচনা সভা পর দেশ বিখ্যাত নেত্রকোনার বাউল হবুল সরকার, বাউল গোলাম মৌলা ও সুনামগঞ্জের বাউল
ফকির চান্দ এর ভক্তমূলক মারফতি ও মরমী গানের সুরে গান শুনে হাজার হাজার ভক্ত শ্রোতারা মুগ্ধ হন ।

Leave a Reply