ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে ফুটবল খেলায় আহত শাহীন ঢাকায় বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না……রাজেউন)।
৫ই ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় ঈদগাঁওর কালিরছড়ার আমান উল্লাহের ছেলে শাহীন ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে পড়ে। তার চাচা সালামত উল্লাহ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, শাহীন ২১ নভেম্বর কাজ শেষ করে খেলতে যায় ঈদগাঁও কালিরছড়া ফুটবল খেলা মাঠে। শুরু থেকে খেলায় বেশ ভালো করছিল। কিন্তু এই খেলা তার জীবনের শেষ কাল অধ্যায় হয়ে আসবে বুঝতে পারেনি সে। ঐদিন খেলার সময় হটাৎ প্রতিপক্ষের খেলোয়াড় বল ছুটে মারলে স্বজোরে পড়ে শাহীনের ঘাড়ে এসে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় তার ঘাড়। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। পরে উপস্থিত খেলোয়াড় ও লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঈদগাঁও এক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রামে প্রেরণ করা হয়।
চট্টগ্রামে কদিন চিকিৎসার পর আহতের উন্নতি না হলে জরুরি অপারেশনের জন্য তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে তার চিকিৎসা খরচ বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার।
শাহীনকে বাঁচাতে দ্রুত সময়ের মধ্য অপারেশন করতে বললেও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে দিনমজুরের এ পরিবারটি চরমভাবে বেকায়দায় পড়েন আর্থিক ক্ষেত্রে।
এমন পরিস্থিতিতে চেরাগ টিমের সদস্যরা সরেজমিন পরিদর্শন করে গুরুতর আহত শাহিনের অপারেশন জন্য গঠিত তহবিলে ৪৮ ঘন্টায় নানা জনের সহায়তা ৬৮ হাজার ৬শ ৪০ টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করেছিলেন। তাতেও শাহীনকে বাঁচানো সম্ভব হয়নি।