আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় আনন্দ মিছিল বের করেছে
চন্দ্রীমা থানা যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও চন্দ্রীমা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ইঞ্জি: মো: আরিফুজ্জামান (সোহেল) এর নেতৃত্বে চন্দ্রিমা থানায় এলাকায় এই আনন্দ মিছিলটি বের করা হয়।
এই আনন্দ মিছিলটি ছোটবনগ্রাম উত্তর পাড়া
থেকে শুরু হয়ে চন্দ্রিমা থানার মোড় ঘুরে আনন্দ মিছিলটি শেয হয়।
এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন চন্দ্রীমা থানা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো:আব্দুল কাদের উৎসব, মো: সাইদুল ইসলাম, মো: মানিক চন্দ্রীমা থানা যুবদলের সদস্য মো: সনি, মো: আনোয়ার হোসেন বাবু, শাকিল। চন্দ্রীমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বল, মামুন। চন্দ্রীমা থানা ছাত্রদলের আহবায়ক মো: আবুল কালাম আজাদ তপন, যুগ্ন আহবায়ক মো: মেরাজ, গোলাম আরিফ রিমন, সদস্য অপুর্বসহ কয়েক শত নেতাকর্মী।