গৌরীপুরে বিএন পির ৩১ দফা পৌঁছে দিতে গণ সংযোগ করেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন

সৈয়দ সময় , নেত্রকোনা :

সাম্য, মানবিক সমাজ বিনির্মাণ ও আধুনিক রাষ্ট্র গঠনে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও জন গণের কাছে পৌঁছে দিতে ও ময়মনসিংহ বিভাগীয় কর্মসূচি সফল করতে গণ সংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন।

গতকাল বুধবার ২০ নভেম্বর ২০২৪ ইং বি এন পির সাবেক ধানের শীর্ষের তিন বারের নমিনী আগামীর নির্বাচনে গৌরীপুর থেকে ধানের শীর্ষের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন গৌরীপুরে এ গণ সংযোগ করেন।
এ সময় তিনি গৌরীপুরের জন সাধারণসহ,ব্যবসায়ী,শিক্ষক,রাজনীতিবৃদ সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বি এন পির ৩১ দফা কর্মসূচি সকলের কাছে তুলে ধরেন।
গৌরীপুরে আইন শৃঙ্খলার অবনতি রোধে তিনি সেনাবাহিনী,পুলিশ প্রশাসন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ, এন, ও) মোঃ শাকিল আহমেদের সাথে আলোচনা করেন।

ইঞ্জিনিয়ার ইকবাল বলেন গৌরীপুরে যারা সন্ত্রাস করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না।মাদক,চোরাচালান,ঘুম,হত্যা,
অন্যের জমি দখল সহ যারা এসব অপরাধের সাথে জড়িত তাদেরকে প্রশাসন সহ জনগণকে নিয়ে প্রতিরোধ করবো। কোন অপরাধীদের গৌরীপুরে জায়গা হবে না।

বিএন পির ৩১ দফা পৌঁছে দিতে এবং গণ সংযোগের সময় তাহার সাথে ছিল বি এন পি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ছাত্রদল,কৃষকদল সহ জাতীয়তা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই দিনে তিনি ১০ নং সিধলা ইউনিয়নের মনাটি গ্রাম খান বাড়ি নিবাসী মোঃ আফতাবউদ্দিন মেম্বার এর স্ত্রী ও যুবদল নেতা মোঃ হালিম খানের মাতার কবর জিয়ারত করেন।

Leave a Reply