প্রবাসীর সহযোগিতায় এতিম এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার পোশাক বিতরণ। দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর জুবায়ের আলমঃ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের    সাংবাদিক মীর জুবাইর আলম তত্ত্বাবধানে পরিচালিত ইকরতলী  মাদ্রাসায় এক প্রবাসী ভাইয়ের সহযোগিতায় ১৭ জন এতিম এবং হতদরিদ্র  শিক্ষার্থীদের মাঝে পোশাক ও খাতা কলম বিতরণ করা হয়। আজ সকাল ১০ ঘটিকায় অত্র মাদ্রাসায় হল রুমে মৌলানা আজিজুর রহমান সভাপতিত্বে সাংবাদিক পীর জুবায়ের আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর  শওকত আলী সেলিম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ১নং গাজীপুর ইউনিয়ন শাখা।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ সাহেব সাবেক সিনিয়র শিক্ষক গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্সি সাধারণ সম্পাদক যুবদল গাজীপুর ইউনিয়ন শাখা, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোঃ সজল মিয়া বিশিষ্ট সমাজসেবক,

 বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল মুন্সী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুতুব আলী তরফদার,(ছাত্র অভিভাবক) উপস্থিত ছিলেন মখলিসুর রহমান মুন্সি, নজুরুল ইসলাম,বাদশাহ নিয়া, তারেক জমাদার, দুলাল তরফদার, শাজান তরফদার, শফিক মিয়া ছইবুল্লা, মালু মিয়া,  মহিউদ্দিন, আবু জাফর মুন্সি প্রমুখ সহ এলাকার ছাত্র ছাত্রীদের অভিবাক বৃন্দ

মীর শওকত আলী সেলিম  বলেন  প্রতিষ্ঠান হয়েছে এটি সকলে মিলে মাদ্রাসার ধরে রাখতে হবে।জুবাইর আলম তার পিতা মরহুম আলহাজ্ব মীর মকছুদ আলী সাহেব জমি দিয়ে গেছেন মানব জাতির কল্যাণে যাতে এলাকায় মানুষ সু শিক্ষায় শিক্ষিত হয় ।পরে তিনি মাদ্রাসা উন্নয়নের জন্য ২০ বস্তু সিমেন্ট দান করেন।

চেয়ারম্যান মুহাম্মদ আলী বলেন এটি ধর্মীয় প্রতিষ্ঠান এ মাদ্রাসা উন্নয়নে আমাদের দুনিয়ায় কল্যাণ এবং  পরকালের মুক্তি রয়েছে তিনি আরো বলেন দে-শ এবং প্রবাসে থাকা সকল দানবীর সুশীল ব্যক্তিদের কাছে অনুরোধ করেন  আপনারা সবাই এ মাদ্রাসার প্রতি দানের হাত বাড়িয়েদেন আমি আমার পক্ষ থেকে ইতিপূর্বে দিয়েছি এখনো দেব। সবসময় মাদ্রাসা প্রতি একটি বিশেষ অনুদান রয়েছে আসুন সবাই মিলে আমরা মাদ্রাসা উন্নয়ন করে এলাকার সন্তানদের লেখাপড়া সুযোগ করে দেই। পরে ইকরতলী গ্রামের মরহুম আব্দুল মন্নান মিয়ার ছেলে বাবার আত্মার রুহের মাগফেরাত কামনায় মাদ্রাসা উন্নয়ের জন্য ১ হাজার ইট দান করেন।

Leave a Reply