সৈয়দ সময় , নেত্রকোনা :
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ ল পরিবেশে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে গোপালপুর বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন।
নির্বাচনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৫৮ টি ভোটের মাঝে ৬৪২ টি ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে ৫৯৩ ভোট পেয়ে মাছ প্রতীকের প্রার্থী শেখ সহিদ মোড়ল সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ৭ টি ভোট বাতিল হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল তালুকদার চেয়ার প্রতীকে পেয়েছেন ৪২ ভোট।
সহ-সভাপতি পদে মো: শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী আলতাবুর রহমান হানিফ ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ.সাধারণ সম্পাদক পদে প্রশান্ত পাল তপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সূর্য প্রতীকের প্রার্থী মো: আব্দুল মোমেন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সিলিংফ্যান প্রতীকের প্রার্থী মো: রিদয় মিয়া ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে শ্রী কিরণ সাহা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুমন রায়, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: আনি ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনটির নির্বাচন কমিশনার শেখ ফরিদ আহম্মদ জানান,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। বাজারের সব ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচিত হওয়ায় বাজারের ব্যবসায়ীরা তাদের যোগ্য নেতা খুঁজে পেয়েছেন।