কালিয়াকৈরের মৌচাকে হ্যাগ নীটওয়ার লিমিটেডের এমডিকে কারখানায় জিম্মি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবী


জুলফিকার আলী জুয়েলঃ

গতকাল ৩০অক্টোবর ২০২৪ইং গাজীপুর জেলার কোনাবাড়ী মৌচাকে ক হ্যাগ নীটওয়ার লিমিটেডের এমডি জনাব মোহাম্মাদ আবু হেনা’কে কারখানায় জিম্মি করে দুইমাসের বকেয়া বেতন পরিশোধের দাবী করেছেন কারখানায় কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানা গেছে উক্ত কারখানার শ্রমিকদের গত ৯মাস যাবৎ কারখানা কর্মরত শ্রমিকদের যাবতীয় পাওনাদী অনিয়মিত ভাবে পরিষোধ করছেন কর্তৃপক্ষ। যার কারনে শ্রমিকরা বাড়ি ভারা, মুদি দোকান ও বাজার সদাই ঠিকমত করতে পারছেন না। ইতিপূর্বে কারখানার অনিয়ম নিয়ে যে সকল শ্রমিক প্রতিবাদ করেছেন তাদেরকে জোর পূর্বক রিজাইন পত্রে স্বাক্ষর রেখে কারখানা থেকে বের করে দিয়েছেন কারখানায় কর্তব্যরত জেনারেল ম্যানেজার জনাব মোঃ বেলায়েত হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃনূর আলম।

কারখানার শ্রমিকরা বলেন গত দুই মাসের বেতন সহ সকল প্রকার পাওনাদী পরিশোধের একাধিকবার প্রতিশ্রæতি বরখিলাপ করেছেন কর্তৃপক্ষ। ক্ষিপ্ত শ্রমিকরা বলেন,বকেয়া বেতন পরিশোধ না করাপর্যন্ত কারখানার মালিক জনাব মোহাম্মাদ আবু হেনাকে অফিস রুমে জিম্মি করে অবস্থান কর্মসূচি পালন করছেন উক্ত ক হ্যাগ নীটওয়ার লিমিটেডের শ্রমিক বৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শ্রমিক বলেন কারখানাটি শতভাগ কমপ্লাায়েন্স আওতায় না থাকার করনে দূর্নীতির আখরা গড়ে উঠেছে । শ্রমিকরা বলেন ১০০ঘন্টা ওভার টাইম করলে ৫৫ঘন্টার ৩০টাকা হারে বিল পরিশোধ করা হয়।

ওভার টাইম বা অতিরিক্ত কর্ম ঘন্টা চালাকালীন সময়ে শুধুমাত্র একটি কলা ও একটি পেডিস টিফিন খাওয়ানো হয়। শ্রমিকদের প্রাপ্প অর্জিত ছুটি থেকে বঞ্চিত করে রেখেছেন গত কয়েক বছর যাবৎ। কারখানা সূত্রে জানা যায় যে, যৌথ বাহিনির সার্বিক সহযোগিতায় শ্রমিকদের আংশিক বেতন প্রদান করা হয় বৃহঃপতিবার সকাল ১০টার পর। এবং আগামী ১০ নভেম্বর ২০২৪ইং তারিকে সকল প্রকার পাওনাদী পরিশোধের প্রতিশ্রæতি দিয়ে উক্ত হ্যাগ নীটওয়ার লিমিটেডের এমডি জনাবা মোহাম্মাদ আবু হেনাকে মুক্ত করেছেন যৌথ বাহিনির সদস্যরা।

Leave a Reply