শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা এম এ মতিনের সার্বিক তত্বাবধানে ডা:মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক জু্ব্বর হাইওয়ে হোটেলের সত্ত্বাধিকারী জনাব মুহাম্মদ আব্দুল জোব্বার।
মরহুম নজরুল ইসলামের স্মৃতি স্মরণে টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর খেলাঘরের সাধারণ সম্পাদক জনাব মোঃউজ্জল হোসেন।
উল্লেখ্য খেলায় নন্দীগ্রামের মানিক-জুয়েল দল বগুড়া সদরের সাধন-জেমস দলকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলায় বিজয়ী দলকে ১ টি খাঁসি এবং পরাজিত দলকে দুটি রাঁজহাস প্রদান করা হয়।