ঈদগাঁওতে শীতের আগামনী বার্তা

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে আগামনী বার্তা দিচ্ছে শীত। ঋতু বৈচিত্র্যের কারণে ভোরে শীতের সঙ্গে দেখাও মিলছে ঘন কুয়াশার। গত কদিন ধরে বৃষ্টির পর বইছে হিমেল হাওয়া,সঙ্গে শুরু হয় হালকা কুয়াশা।

ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। এখন প্রতিদিন ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশার। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।

ঈদগাঁও মাছুয়াখালীর এক প্রবীণ জানান, গ্রামীণ জনপদে কুয়াশা বোধ হয় একটু আগে চলে এসেছে। ভোরে শিশির জমেছে ঘাসে। এমন সময়ে শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে।

বাড়ীর বধুরা জানান, ভোররাতে হালকা শীত পড়ে। সাথে বাড়ীর টিনের ছালে টুপ টুপ পড়ছে কুয়াশাও।

Leave a Reply