খুলনা ব্যুরো প্রধান রাজু আহমেদ
খুলনা রুপসা উপজেলার নন্দনপুর গ্রামে সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গা জোরপূর্বক দখল করে ইট ভাটা তৈরি করেছেন আজাদ ব্রিকস নামক একটি প্রতিষ্ঠান।
সেখানে গিয়ে দেখা যায় সরকারি রাস্তা ভেঙ্গে ইটের ভাটার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে।
উক্ত বিষয়ে স্থানীয়রা জানান এখানে একটি রাস্তা ছিল ও কিছু মানুষের জমি ও ঘর বাড়ি ছিল,
পরবর্তীতে আজাদ ব্রিক্স এর মালিক ইসহাক সরদার তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে ও জায়গাটি জোরপূর্বক দখল করে রেখেছে।
অপরদিকে ইটভাটার কর্মচারীরা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেখানে হট্টগোল করার চেষ্টা করে এবং যে স্থানীয়রা বক্তব্য দেয়ার জন্য এগিয়ে আসেন তাদেরকে এক প্রকার ভয় ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে আজাদ ব্রিকস এর মালিক ইসাক সরদারের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। ইসাক সরদারের ছেলের কাছে এসব বিষয় জানতে চাইলে তিনি বলেন, সরকারি রাস্তাটি কোন কাজে লাগতো না এবং রাস্তাটির উভয় পাশে আমাদের জমি রয়েছে তাই আমরা এই রাস্তার জায়গাটুকু নিজেদের মতো করে ব্যবহার করছি।
অন্য মানুষের জায়গা জোরপূর্বক দখল প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন সেখানে যাদের কাছ থেকে আমরা জমি নিয়েছি তার বিনিময়ে অন্যস্থান থেকে তাদেরকে জমি দিয়ে দিয়েছি। তিনি সাংবাদিকদের আরো বলেন এসব বিষয় নিয়ে আগে অনেকবার পত্রিকায় লেখালেখি হয়েছে অনুসন্ধান তদন্ত হয়েছে এগুলো নতুন কিছু নয়।
(অনুসন্ধান চলছে বিস্তারিত জানতে পারবেন আগামী পর্বে)